
রবীন্দ্রজয়ন্তীতে নানা আয়োজন
আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও ছায়ানট।
কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে তিন দিনব্যাপী ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্যবস্থাপনায় থাকছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
আজ থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হবে শনিবার। এতে আবৃত্তি, একক গান ও সমবেত নৃত্য থাকবে। আবৃত্তি করবেন সফিউল আলম ও বন্যা; গান পরিবেশন করবেন সুমা রানী রায়, বুলবুল ইসলাম। নাচবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসব আয়োজন করেছে ছায়ানট। আজ ও আগামীকাল শুক্রবার ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এতে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি থাকছে। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। আয়োজনটি ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হবে।
- ট্যাগ:
- বিনোদন
- রবীন্দ্রজয়ন্তী