
এবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, বিশেষজ্ঞদের একগুচ্ছ পরামর্শ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১৪:৩২
থেমে থেমে হচ্ছে বৃষ্টি, আবার দেখা দিচ্ছে রোদ। এই গরম, এই শীতল অনুভূতি। প্রকৃতির এমন খেয়ালি আচরণে মৌসুম শুরুর আগেই চোখ রাঙাতে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ। মে মাসের প্রথম পাঁচ দিনেই আক্রান্ত হয়েছেন প্রায় দুইশ জন। এপ্রিল মাসে ছিল সাত শতাধিক। জ্বর হলেই পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। সবচেয়ে বেশি মৃত্যু ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, এরপর ঢাকা উত্তর সিটিতে। চলতি বছরের প্রথম চার মাসেই আক্রান্ত দুই হাজার সাতশ জনের বেশি এবং মৃত্যু হয়েছে ২০ জনের। চলতি মাসের প্রথম পাঁচ দিনে আক্রান্ত ১৮৭ জন হলেও এখনো কেউ মারা যাননি।