
ভারতের হামলা: পাকিস্তানে থাকা রিশাদ–নাহিদকে নিয়ে চিন্তায় বিসিবি
পাকিস্তান সুপার লিগে খেলতে এ বছর তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে লিটন দাস পাকিস্তানের গেলেও টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে দেশে ফিরে এসেছেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ও পেশোয়ার জালমির হয়ে খেলতে নাহিদ রানা এখনো আছেন পাকিস্তানে।
কিন্তু হুট করেই তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি। কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
এই পরিস্থিতিতে পাকিস্তানে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন প্রথম আলোকে বলেছেন,‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তাঁরা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’