
ফের আলোচনায় ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি ‘আব্রাহাম অ্যাকর্ডস’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৯:০২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা আসছে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে আয়োজিত ইসরায়েলের ৭৭তম স্বাধীনতা দিবসের মূল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তার পাশাপাশি আব্রাহাম চুক্তি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরালো প্রচেষ্টা চলছে। তাঁর ভাষায়, ‘আমরা এই উদ্যোগগুলোর প্রশংসা করি।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘আগামী বছরের মধ্যেই বড় অগ্রগতি দেখা যাবে।’