You have reached your daily news limit

Please log in to continue


আরাকান আর্মির হাতে মিয়ানমারের জেনারেল নিহত, চীনা টার্মিনালের কাছে চলছে লড়াই

চীনা বিনিয়োগ কেন্দ্র কিয়াউকফিউর দখল নিতে আসা আরাকান আর্মির (এএ) সঙ্গে লড়াইয়ে এক শীর্ষ জান্তা জেনারেল নিহত হয়েছেন। রাখাইন রাজ্যের কৌশলগত এই বন্দর ঘিরে চলমান সংঘর্ষে জান্তা বাহিনীর একাধিক অবস্থান দখল করেছে বিদ্রোহীরা।

রাখাইনের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কিয়াউকফিউ-রাম্রি সড়কের পাশে পিয়াইন সি কাই গ্রামসংলগ্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে। কিয়াউকফিউ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকায় জান্তাদের একটি সদর দপ্তর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। এ ছাড়া চীনের তেল ও গ্যাস টার্মিনালের কাছাকাছি লড়াইয়ের খবর মিলেছে।

এর আগে গত সোমবার (২৬ মে) আরাকান আর্মির স্নাইপার হামলায় মারা যান ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মিও আউং ও এক সেনা ক্যাপ্টেন। কিয়াও মিও আউং ১১ নম্বর ডিভিশনের একজন কৌশলবিদ ছিলেন। পরে তাঁর মরদেহ বিশেষ বিমানে ইয়াঙ্গুনে পাঠানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৪৫ বছর বয়সী কিয়াও মিও আউং কর্তব্য পালনকালে মারা গেছেন। বৃহস্পতিবার ইয়াঙ্গুনের মিংগালাডন সামরিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন