
ওপেনএআই নিয়ন্ত্রণ করবে অলাভজনক অংশই: অল্টম্যান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৮:৫৫
ব্যবসা নিয়ে তিক্ত ক্ষমতার লড়াইয়ের পর নতুন প্রশাসনিক পরিকল্পনা ঘোষণা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তারা বলেছে, তাদের কোম্পানির মূল নিয়ন্ত্রণ থাকবে অলাভজনক অংশের হাতেই।
সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ওপেনএআই এখন থেকে ‘পাবলিক বেনিফিট কর্পোরেশন’ হিসেবে পরিচালিত হবে— এ ধরনের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক লাভের পাশাপাশি জনস্বার্থে কাজ করার আইনি বাধ্যবাধকতায় পড়ে।
অল্টম্যান গত ডিসেম্বরেও একই ধরনের পরিকল্পনার কথা পেশ করেছিলেন। তবে ওই সময় অলাভজনক অংশের নিয়ন্ত্রণের বিষয়টি তিনি স্পষ্ট করেননি।