
স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ৩ ছাত্রীর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৬:৪৪
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিন স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় তিন স্কুলছাত্রী এবং মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে এক কৃষক মারা গেছেন বলে পুলিশ ও প্রশাসন জানিয়েছে।
নিহতরা হল- পাকুন্দিয়ার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা আক্তার (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (১৫) এবং একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।