হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরও চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৬:১৪

চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া আরও চার মামলায় কারাগারে থাকা সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। এর আগে আদালত চট্টগ্রাম কারাগারে বন্দী থাকা আসামি চিন্ময় দাসের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন।


চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কোতোয়ালি থানার এই চার মামলার মধ্যে তিনটির বাদী হচ্ছে পুলিশ। অন্য মামলাটির বাদী হলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই জানে আলম।


গত রোববার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঘটনার দিন পুলিশের ওপর হামলা, কর্তব্য পালনে বাধাদান, ভাঙচুর, জানমালের ক্ষতিসাধন ও বিস্ফোরক আইনে মামলাগুলো হয়েছে। অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে হাজির করা হয়নি, কিন্তু ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও