You have reached your daily news limit

Please log in to continue


টেলিগ্রামে প্রতারণার ফাঁদ, নিরাপদ থাকবেন যেভাবে

সুন্দর এক মেয়ের ছবিওয়ালা আইডি থেকে দেখলেন মেসেজ এসেছে। জবাব দিলেন। কথাও এগোল অনেকদূর। ভয়েস কলেও কথা হলো। এরপর ওই মেয়ের আইডি থেকে অফার করা হলো, ‘অমুক সংস্থায় টাকা জমা করুন, ১ বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে টাকা।’ কথার ফাঁদে পড়লেন। মেয়ে লিংক পাঠাল, আপনি সেখানে গিয়ে টাকা জমা করলেন। ব্যাস, সব হারালেন।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে এমন প্রতারণা চলছে বহুদিন। এটি হতে পারে কোনো একজন ব্যক্তি করছেন, অথবা পুরো একটি গ্রুপ থেকে করা হয়। এখানে মেয়ের কথা বলা হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাপটা তাদের দিয়ে করা হয়। টেলিগ্রাম গ্রুপটি বা অ্যাকাউন্টটি তৈরি করা হয় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পদ্ধতিতে। এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কোনো কাজ করা হলে তার আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া বেশ কঠিন।

ওই পদ্ধতির মাধ্যমে কোন জায়গা থেকে গ্রুপ তৈরি করা হয়েছে বা ব্যক্তি কে, তা জানা বেশ মুশকিল। প্রেমের অভিনয় বা বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে করা এই প্রতারণার হাতও বেশ লম্বা। কয়েকটি ভাবে তারা আপনাকে নিস্ব করে দিতে পারে—কোনো লিংক পাঠিয়ে, কথার লোভে ফেলে নগদ টাকা জমা করিয়ে অথবা আপনার গোপন তথ্য সংগ্রহ করে। এসব থেকে উত্তরণের উপায় স্রেফ সতর্ক থাকা। কিছু বিষয় এড়িয়ে চলা উচিত, যাতে এমন সমস্যায় আপনি না পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন