ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে ‘সুযোগ’ কাজে লাগাতে চান রিয়াল কোচ

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১৬:৪২

স্প্যানিশ লা লিগার শিরোপার ভাগ্য পুরোপুরি বার্সেলোনার হাতে দেখছেন কার্লো আনচেলত্তি। পাশাপাশি আসন্ন ক্লাসিকোকে রিয়াল মাদ্রিদের কোচ নিচ্ছেন দারুণ একটি সুযোগ হিসেবে। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তিনি।


লিগের ম্যাচে গতকাল রোববার ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। আর্দা গুলার তাদেরকে এগিয়ে নেওয়ার পর কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। কিন্তু হাভি রদ্রিগেজ ও উইল সুইডবার্গে সাত মিনিটের মধ্যে জাল খুঁজে নিলে চাপে পড়ে যায় আনচেলত্তির দল। শেষ পর্যন্ত লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।


লা লিগার বাকি আছে আর মাত্র চার রাউন্ড। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা। সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট পাওয়া রিয়াল রয়েছে দুই নম্বরে। আগামী রোববার বার্সার মাঠে দল দুটি পরস্পরের মুখোমুখি হবে। সেখানে কাতালানরা জিতে ৭ পয়েন্টে এগিয়ে গেলে তাদের চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, রিয়াল জিতে ব্যবধান কমিয়ে ১ পয়েন্ট নামিয়ে আনলে আরও জমে উঠবে শিরোপার লড়াই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও