
মাহরেজ-মেন্দিদের ভিন্ন রকম ‘ডাবল’
যুগান্তর
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১১:০৭
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসরকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল কাওয়াসাকি ফ্রনটেল। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে আরেক সৌদি ক্লাব আল আহলির সঙ্গে পেরে উঠল না জাপানের ক্লাবটি।
শনিবার রাতে জেদ্দায় একপেশে ফাইনালে কাওয়াসাকিকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ার সেরা হয়েছে আল আহলি। এর আগে তারা দুবার ফাইনালে (১৯৮৬ ও ২০১২) হেরেছিল।
সৌদি আরবের ক্লাবটিকে এশিয়ার রাজা বানিয়ে নতুন ইতিহাস গড়েছেন আল আহলির তিন তারকা রবার্তো ফিরমিনো, এদুয়ার্দ মেন্দি ও রিয়াদ মাহরেজ। এই ত্রয়ীই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ‘ডাবল’ জিতলেন।
- ট্যাগ:
- খেলা
- এএফসি চ্যাম্পিয়ন্স লিগ