কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার গভীর রাতে সংঘটিত এই গোলাগুলিতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এটি নিয়ে টানা ১১ রাত ধরে এলওসি বরাবর দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। পেহেলগামের হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গোলাগুলির জন্য বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করেছে ভারতীয় গণমাধ্যম। তবে ৪ মে’র রাতের ঘটনায় পাকিস্তানের তরফে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি, এমনকি দেশটির সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে হামলার পর থেকেই পাকিস্তানি সেনারা একতরফা গুলিবর্ষণ করে চলেছে। সর্বশেষ গোলাগুলি হয়েছে ৪ ও ৫ মে’র মধ্যবর্তী রাতে, কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি এবং আখনুর সেক্টরে। এসব স্থানে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোঁড়া হয়। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।