রুদ্ধশ্বাস জয়ে শিরোপা লড়াইটা ‘এল ক্লাসিকো’ পর্যন্ত নিয়ে গেল রিয়াল

প্রথম আলো প্রকাশিত: ০৪ মে ২০২৫, ২০:৫৯

প্রায় সব হারানো রিয়াল মাদ্রিদের ভরসা এখন লা লিগার শিরোপা। যেখানে প্রতিটি ম্যাচ এখন রিয়ালের জন্য বাঁচা-মরার। একটি হার কিংবা ড্র রিয়ালের স্বপ্নকে মিশিয়ে দিতে পারে ধুলোয়। যার ফলে মৌসুমও তাদের শেষ করতে হতে পারে শূন্য হাতে। তেমনই এক পরিস্থিতিতে আজ সেল্তা ভিগোর মুখোমুখি হয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রিয়াল।


অথচ ম্যাচটা রিয়ালের সহজেই জেতার কথা ছিল। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলেরের নৈপুণ্যে ৪৮ মিনিটেই রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে।  এমবাপ্পে করেছেন জোড়া গোল আর গুলের একটি গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। কিন্তু তিন গোলের সেই লিডও এক সময় যথেষ্ট মনে হচ্ছিল না।


দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭৬ মিনিটে ব্যবধান ৩-২ করে সেল্তা। গোল করেন জাভি রদ্রিগেজ ও উইল্ট সুইডবার্গ। ব্যবধান কমিয়ে রিয়ালের ওপর আক্রমণের ঝড়ও তোলে অতিথিরা। সমতা ফেরানোর একাধিক সুযোগও তৈরি করে তারা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি আর পায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও