
নারী সংস্কার কমিশনের সুপারিশ স্থগিতে রিট আবেদন
নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সেসব সুপারিশ যাতে বাস্তবায়ন করা না হয়, সেজন্য স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি রিট আবেদনে সংবিধান বিশেষজ্ঞ, ইসলামিক আইনজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে ওই কমিটি ভবিষ্যতে ধর্মীয় ও পারিবারিক আইন সংক্রান্ত যে কোনো সংস্কারের বিষয়ে পর্যালোচনা ও পরামর্শ দিতে পারে।
বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।
রওশন আলী নামের একজন আইনজীবী রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট মামলা করেন।
সংস্কার কমিশনের প্রতিবেদনের একাদশ অধ্যায়ে সম্পত্তিতে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার যে প্রস্তাব করা হয়েছে, তা ‘সরাসরি কোরআনের সুরা নিসার পরিপস্থি’ বলে তার দাবি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নারী অধিকার
- রিট আবেদন