
বিশ্বে প্রথম নিপা ভাইরাসের টিকা তৈরির পথে ভারত, কতটা বিপজ্জনক এই ভাইরাস?
নিপা ভাইরাসের প্রতিষেধক কি তবে তৈরি হতে চলেছে? করোনাভাইরাসের মতো নিপাও মারণ ভাইরাস। এই ভাইরাকে নিয়ে আতঙ্কের শেষ নেই। প্রতি বছর কেরলে নিপার সংক্রমণে মৃত্যুর খবর পাওয়া যায়। বাংলার শিলিগুড়ি, জলপাইগুড়িতে বছর বছর নিপা-আতঙ্কে সচেতনতার প্রচার চলে। নিপা নিয়ে সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হল এই ভাইরাসকে ঠেকাবে এমন কোনও ওষুধ বা টিকা এখনও অবধি তৈরি হয়নি। বিশ্বে হয়তো এই প্রথম বার ভারতের কোনও সংস্থা নিপার প্রতিষেধক তৈরি করতে চলেছে।
পুণের বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি জেনোভা নিপা ভাইরাসের টিকা তৈরি করতে চলেছে। করোনার মতো নিপাও আরএনএ ভাইরাস। তাই একে জব্দ করার জন্য মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) পদ্ধতিতে প্রতিষেধক তৈরি হবে। এই প্রতিষেধক শরীরে ঢুকে ভাইরাসের প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করবে। পাশাপাশি, শরীরের টি-কোষগুলিকে (রোগ প্রতিরোধী কোষ) সক্রিয় করে তুলে ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরি করবে শরীরে।
কী এই নিপা ভাইরাস?
এই ভাইরাসের উৎস মূলত বাদুড়। বাদুড়ের আধখাওয়া ফল ভাল ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার ৫০-৬০ শতাংশ। আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতাই তাঁকে সুস্থ করতে পারে। সে জন্য দ্রুত রোগ ধরা পড়া অত্যন্ত জরুরি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- নিপা ভাইরাস
- টিকা আবিষ্কার