ক্যানসার আক্রান্ত শিশুর উপবাসে মৃত্যু, জৈন ধর্মের রীতি নিয়ে আইনি বিতর্ক তুঙ্গে

www.ajkerpatrika.com ভারত প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১২:১২

মরণব্যাধি টিউমার বাসা বেঁধেছিল ভারতের ইন্দোরের তিন বছর বয়সী ভিয়ানা জৈনের মস্তিষ্কে। গত ডিসেম্বরে টিউমার ধরা পড়ার পর চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পারিবারিক ধর্মগুরুর পরামর্শ মেনে ভিয়ানাকে এমন এক ধর্মীয় প্রথা মানতে হলো যার পরিণতিতে মৃত্যু সঙ্গী হলো তার।


জৈন ধর্মের একটি প্রথা ‘সান্তারা’ বা ‘সালেখনা’। শতাব্দীপ্রাচীন এই প্রথা অনুযায়ী স্বেচ্ছায় উপবাস অর্থাৎ পানি-খাবার গ্রহণ বন্ধ রাখার মাধ্যমে মৃত্যুকে বেছে নেওয়া হয়। এই প্রথা জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র প্রস্থানের পথ। যখন মৃত্যু অবশ্যম্ভাবী হয় এবং শরীর আধ্যাত্মিক সাধনার জন্য আর উপযুক্ত থাকে না, তখন সচেতনভাবে এই আত্মত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়।


আইটি পেশাজীবী পীযূষ ও বর্ষা জৈনের একমাত্র সন্তান ভিয়ানার এত কঠিন বিষয়টি বোঝার বয়সও হয়নি। কিন্তু এ বয়সে এই প্রথা অনুসরণ করে বেছে নিতে হয়েছে মৃত্যুকে। গত ২১ মার্চ এই ঘটনা ঘটলেও সম্প্রতি ‘গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ সবচেয়ে কম বয়সে ‘সান্তারা’ গ্রহণের রেকর্ডের তালিকায় ভিয়ানার নাম যুক্ত হলে তখন এই বিষয়টি সামনে আসে।


ইন্দোরে আধ্যাত্মিক গুরু রাজেশ মুনি মহারাজের কাছে ভিয়ানাকে ‘সান্তারা’ গ্রহণ করানো হয়। এই গুরুর কাছে এর আগে প্রায় ১০০ জন সান্তারা গ্রহণ করেছেন বলে জানা যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও