কোন দেশে কত সময় চলে মেট্রোরেল, যাত্রীরা চান ঢাকায় আরও বেশিক্ষণ চলুক

প্রথম আলো প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:৫২

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোরেল চলে। পশ্চিমা দেশগুলোর অনেক শহরে চলে সারা রাত। তবে বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেল বন্ধ হয়ে যায় অনেক আগে।


ঢাকায় এখন মেট্রোরেল উত্তরা থেকে প্রথম ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। রাতে ওই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টায়।


মতিঝিল থেকে প্রথম ট্রেন চলাচল শুরু হয় সকাল সাড়ে ৭টায়। আর এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টা ৪০ মিনিটে। এই ট্রেন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে।


দেখা গেছে, শেষ ট্রেনটি চলে যাওয়ার পরও ঢাকার রাস্তায় অনেক যাত্রী থাকে। তাদের চলাচল করতে হয় লক্কড়ঝক্কড় বাসে অথবা চড়া ভাড়া দিয়ে অটোরিকশায়। কেউ কেউ ছিনতাইয়ের ভয় নিয়েও ব্যাটারিচালিত রিকশায় দূরের পথে যান। যানজট ও যাত্রীর চাপ কমে যায় মূলত রাত ১১টার পরে। যাত্রীদের কেউ কেউ বলছেন, মেট্রোরেল অন্তত সাড়ে ১১টা পর্যন্ত চালানো উচিত। এতে মানুষ উপকৃত হবে।


দেশের সুপরিচিত একটি ব্র্যান্ডের পান্থপথের বিক্রয়কেন্দ্রে চাকরি করেন একজন নারী। তাঁর বাসা মিরপুরের পল্লবিতে। তিনি বলেন, মেট্রোরেল চালুর পর তাঁর চলাচলে স্বাচ্ছন্দ্য এসেছে। একটু বেশি খরচ হলেও তিনি নিরাপদে মেট্রোরেলে চলাচল করেন। কিন্তু প্রায়ই রাতে বিক্রয়কেন্দ্র বন্ধ করে এবং বেচাকেনার হিসাব শেষ করতে দেরি হয়। তখন আর মেট্রোরেল ধরতে পারেন না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও