You have reached your daily news limit

Please log in to continue


‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যে পর কত পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা

চলচ্চিত্র দুনিয়ায় শ্রদ্ধা কাপুরের আবেদন ঠিক অন্য নায়িকাদের মতো নয়। তবে শ্রদ্ধা কাপুর আলোচনায় থাকেন বিভিন্ন কারণে। কখনো তিনি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সংখ্যায় পাল্লা দেন ভারতের প্রধানমন্ত্রীকে। আবার কখনো নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয় তার অভিনয় প্রতিভা নিয়ে। কিন্তু তাতে তার কিছু যা আসে না।

বলিউড ইন্ডাস্ট্রির খলনায়ক শক্তি কাপুরের মেয়ে হয়েও শ্রদ্ধার মাঝে কোনো অহমিকা নেই। তাকে দেখলেই মনে হয় যেন পাশের বাড়ির চেনা মেয়ে। তিনি এরই মধ্যে শুরু করেছেন ইমিটেশন গয়নার ব্যবসা। এর প্রচারণা চালাতে গিয়ে শ্রদ্ধা বলেছেন, সোনার গয়না পরার সাধ্য ভারতে আছে খুব কম মানুষের। তাই বলে কি সাজবেন না সকলে? সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে চান শ্রদ্ধা!’

এদিকে শ্রদ্ধাকে নিয়ে নতুন তথ্য জানা গেছে। গত বছর তার অভিনীত ‘স্ত্রী ২’সিনেমাটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে এই প্রথম নয়, রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে ‘স্ত্রী’ সিনেমাও ছিল জনপ্রিয়। দ্বিতীয় সিনেমার সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন। শোনা যাচ্ছে, আগামীতে তাকে দেখা যাবে একতা কাপুরের একটি থ্রিলারে। সিনেমাটি নির্মাণ করবেন রাহি অনিল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরু হওয়ার কথা। এরই মধ্যে শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা। শুধু তা-ই নয়, সিনেমার লভ্যাংশও তিনি পাবেন, এমনই নাকি লেখা রয়েছে চুক্তিপত্রে। এ প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা কাপুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন