ড্রাগ নিয়ে নিষিদ্ধ রাবাদা
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১৯:৫০
                        
                    
                আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আইপিএল দল গুজরাট টাইটান্স কিংবা তার ব্যক্তিগত তরফ থেকেও জানানো হয়নি ঠিক কী কারণে আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে উড়াল দিয়েছেন প্রোটিয়া এই পেসার। প্রায় এক মাস পর নীরবতা ভাঙলেন রাবাদা নিজেই। জানালেন নিষিদ্ধ মাদক গ্রহণ করে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় আছেন তিনি।
জানা গিয়েছে, গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। কী ধরণের মাদক তিনি গ্রহণ করেছেন, সেটাও নিশ্চিত হওয়া গিয়েছে এরইমাঝে। রাবাদা বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছেন।
- ট্যাগ:
 - খেলা
 - নিষিদ্ধ
 - আইপিএল
 - ক্যাগিসো রাবাদা