
মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪
মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ মে) সকাল ৯টা ১১ মিনিটে রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্টারি জায়া এলাকায় এ ঘটনা ঘটে।
সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, শনিবার সকালে কারখানাটির স্টিম বয়লার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে মোট চার কর্মী দগ্ধ হন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারখানায় বিস্ফোরণ