দক্ষিণ এশিয়ায় বিবাহিত নারীদের সন্তান ধারণের আগেই স্থূলতা বাড়ছে: গবেষণা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১৮:২০

গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে।


দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ সাউথইস্ট এশিয়া জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে।


এই বিশ্লেষণে আরও দেখা গেছে, দক্ষিণ এশিয়ার ‘খর্বাকৃতি’ এখনো একটি সমস্যা। বিশেষ করে, ভারত ও বাংলাদেশে এই সমস্যা এখনো প্রকট। ফলে শৈশবে অপুষ্টি ও এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ভারতে খর্বাকৃতির মানুষের অনুপাত আনুমানিক ১০ দশমিক ৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে