
দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের ঝুট গুদামের আগুন
গাজীপুর নগরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার দুপুর ২টার দিকে এ খবর জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
এর আগে বেলা পৌনে ১২ টার দিকে কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ জানান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড