
সাংহাই অটো শোতে চীনা বৈদ্যুতিক গাড়ির দাপট
উদ্ভাবন খাতে নেতৃত্ব দিচ্ছে চীন — বিশ্ববাসীকে সম্প্রতি এই বার্তাই দিল দেশটি। চীনের অর্থনৈতিক রাজধানী সাংহাইতে আয়োজিত অটো শোতে প্রদর্শিত গাড়ি দেখে এ বিষয়ে একমত প্রযুক্তি সংশ্লিষ্টরাও।
দুই সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে ৬০টি ফুটবল মাঠের সমান এলাকায় প্রদর্শিত হয়েছে দেশী-বিদেশী প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন মডেলের গাড়ি। উড়ন্ত গাড়ি থেকে শুরু করে মাত্র পাঁচ মিনিটে শত শত মাইল চলতে সক্ষম ব্যাটারি, অত্যাধুনিক স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি— প্রদর্শিত অনেক গাড়িই দর্শকদের মন কেড়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বহুজাতিক কোম্পানিগুলো নয়, বরং এবার মঞ্চ কাঁপিয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি জায়ান্টরা। উদাহরণ হিসেবে বলা যায়, চীনের শীর্ষ গাড়ি প্রস্তুতকারক বিওয়াইডি-এর নতুন ইলেকট্রিক স্পোর্টস কার ডেনজা জেড উন্মোচনের সময় গোটা হল মুখর হয়ে ওঠে। একদিকে শাওমি, অন্যদিকে নিও—সব কোম্পানিই হাজির হয়েছিল চমকপ্রদ মডেল নিয়ে।
চীনের এই বৈদ্যুতিক গাড়ির উত্থান শুধু দেশের জন্য নয়, বৈশ্বিক বাণিজ্য ও প্রযুক্তিতে তাদের অবস্থানও পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। এক সময় বিদেশী ব্র্যান্ডের পিছনে ছুটে চলা চীনা ক্রেতারা এখন দেশী ব্র্যান্ডের প্রতি আস্থা দেখাচ্ছেন। ২০২৩ সালে চীনা গাড়ির বিক্রি বিদেশী গাড়িকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বৈশ্বিক বিদ্যুৎচ্চালিত গাড়ি বাজারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বৈদ্যুতিক গাড়ি
- উদ্ভাবনী