জার্মানির প্রধান বিরোধী দলকে ‘উগ্রপন্থী’ ঘোষণা, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

www.ajkerpatrika.com জার্মানি প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১৪:৫০

জার্মানির প্রধান বিরোধী দলকে ‘উগ্রপন্থী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই সিদ্ধান্তের ফলে দলটির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পথ প্রশস্ত হলো। ফলে এমন পদক্ষেপে দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বুন্ডেসাম্ট ফ্যুর ভারফাসুংসশুৎজ (বিএফভি) দেশটির প্রধান বিরোধী দল অলটারনেটিভ ফ্যুর ডয়চল্যান্ডকে (এএফডি) ‘উগ্রপন্থী’ সংগঠন সাব্যস্ত করেছে।


গোয়েন্দা সংস্থার ১ হাজার ১০০ পৃষ্ঠার একটি বিশেষজ্ঞ প্রতিবেদনে এএফডিকে বর্ণবাদী এবং মুসলিমবিদ্বেষী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণার ফলে নিরাপত্তা সংস্থাগুলো দলের সদস্যদের ওপর নজরদারি, তথ্য সংগ্রহ এবং আড়ি পাতার মতো পদক্ষেপ নিতে পারবে। এর পাশাপাশি, দলটিকে নিষিদ্ধ করার দাবিও নতুন করে উঠেছে।


বিএফভি এক বিবৃতিতে জানায়, আমাদের মূল মূল্যায়ন হলো, এএফডি জনগণের ধারণা যেভাবে জাতিগত এবং বংশগতভাবে সংজ্ঞায়িত করে, তা জার্মানির জনসংখ্যার একটি বিশাল অংশকে অবজ্ঞা করা হয় এবং এটি মানবিক মর্যাদার লঙ্ঘন। সংস্থাটি আরও অভিযোগ করেছে, এএফডি ‘অযৌক্তিক ভীতি এবং শত্রুতাকে উসকে দিচ্ছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও