স্মার্টফোনের বাজারে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, উৎপাদনে শীর্ষে চীন

বণিক বার্তা প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১০:২৩

বিশ্বের প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে নিজের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে চীন। দেশটির বিশাল উৎপাদন সক্ষমতা ও কাঁচামালের প্রাচুর্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখে বরাবরই। তবে আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন বাজার হিস্যার দিক থেকে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপল ও গুগলের মতো সব ব্র্যান্ড। খবর আনাদোলু।


বাজার বিশ্লেষকরা বলছেন, চীন কম খরচে দ্রুতগতিতে পণ্য উৎপাদন করতে পারলেও বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু ও ক্রেতাদের আস্থার দিক থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এগিয়ে থাকে। বর্তমান বাজারে আইফোন ও গুগল পিক্সেলের মতো ফোনগুলোর চাহিদা বিশ্বজুড়ে বেশি থাকায়, উৎপাদন সুবিধা সত্ত্বেও চীনা ব্র্যান্ডগুলো এখনো পিছিয়ে।


প্রতিবেদন আরো বলছে, হুয়াওয়ে, শাওমি, অপোর মতো চীনা কোম্পানিগুলো প্রযুক্তিগত উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যের ফোন দিয়ে ধীরে ধীরে বাজার দখল করছে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারে চীনা স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে।


প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। ব্র্যান্ড পরিচিতি ও প্রযুক্তিগত দক্ষতায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চলতি বছরও বিশ্বের উৎপাদন কেন্দ্র হিসেবে চীন তার শক্ত অবস্থান ধরে রেখেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও