You have reached your daily news limit

Please log in to continue


স্মার্টফোনের বাজারে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, উৎপাদনে শীর্ষে চীন

বিশ্বের প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে নিজের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে চীন। দেশটির বিশাল উৎপাদন সক্ষমতা ও কাঁচামালের প্রাচুর্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখে বরাবরই। তবে আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন বাজার হিস্যার দিক থেকে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপল ও গুগলের মতো সব ব্র্যান্ড। খবর আনাদোলু।

বাজার বিশ্লেষকরা বলছেন, চীন কম খরচে দ্রুতগতিতে পণ্য উৎপাদন করতে পারলেও বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু ও ক্রেতাদের আস্থার দিক থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এগিয়ে থাকে। বর্তমান বাজারে আইফোন ও গুগল পিক্সেলের মতো ফোনগুলোর চাহিদা বিশ্বজুড়ে বেশি থাকায়, উৎপাদন সুবিধা সত্ত্বেও চীনা ব্র্যান্ডগুলো এখনো পিছিয়ে।

প্রতিবেদন আরো বলছে, হুয়াওয়ে, শাওমি, অপোর মতো চীনা কোম্পানিগুলো প্রযুক্তিগত উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যের ফোন দিয়ে ধীরে ধীরে বাজার দখল করছে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারে চীনা স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে।

প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। ব্র্যান্ড পরিচিতি ও প্রযুক্তিগত দক্ষতায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চলতি বছরও বিশ্বের উৎপাদন কেন্দ্র হিসেবে চীন তার শক্ত অবস্থান ধরে রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন