মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাল্পনিক প্রচার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১০:১০

সম্প্রতি কিছু মহল থেকে মালয়েশিয়ায় ১২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্ভাবনার কথা বলে কাল্পনিক প্রচারণা চালাচ্ছে, যা আদতে অতিরঞ্জিত এবং বাস্তবতা থেকে অনেক দূরের একটি কল্পনা বলে মনে করছেন একাধিক কূটনৈতিক ও আন্তর্জাতিক শ্রমবাজার বিশ্লেষক সূত্র।


আফিয়া ওভারসিস (আর এল-১০১০) এর স্বত্বাধিকারী আলতাব খান বলেন, এ ধরনের মিথ্যা নিউজ প্রকাশ করার কারণে বাংলাদেশে অনেক শ্রমিকের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এক শ্রেণির দালাল চক্র এই কাল্পনিক কথা বলে বিদেশগামী সাধারণ শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করছেন এবং অবৈধভাবে মেডিকেল করার চেষ্টা করছেন।


আগামী ১৫ মে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একটি আলোচনা সভা হবে। সেই সভায় হয়ত সিদ্ধান্ত হতে পারে কোন প্রক্রিয়ায় এবং কত শ্রমিক মালয়েশিয়ায় প্রয়োজন। তাছাড়া মালয়েশিয়া সরকারের জাতীয় পলিসি বলছে, মোট জনসংখ্যার আনুপাতিক হারে ১৫ শতাংশ বিদেশি শ্রমিক আনতে পারবেন, বর্তমানে মালয়েশিয়া ১৫টি সোর্স কান্ট্রির ২৫ লাখ শ্রমিক কর্মরত। সে অনুযায়ী বর্তমানে মালয়েশিয়া সর্বোচ্চ তিন লাখ শ্রমিক নিয়োগ করতে পারবে সোর্স কান্ট্রি থেকে। বাংলাদেশ হয়ত সর্বোচ্চ ২ লাখ লোক রপ্তানি করতে পারবে বলে আশা করা হচ্ছে।


একটি সূত্র বলছে, মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি করতে সিন্ডিকেট করার জন্য একশ্রেণির রিক্রুটিং এজেন্সিগুলোর অনেকেই সিন্ডিকেটের পক্ষে হাজার যুক্তিতর্ক খাড়া করছে। তার মধ্যে, বৈধভাবে কর্মী রপ্তানি করতে না পারলে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তি হবে। অর্থাৎ সাগর পথে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা অবৈধভাবে প্রবেশ করবে। কিন্তু মালয়েশিয়ার অধিকাংশ ম্যানপাওয়ার ব্যবসায়ীরা বলছেন, ২০১৩ সালের পরিস্থিতি আর ২০২৫ সালের পরিস্থিতি এক নয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও