
কবি দাউদ হায়দারকে বার্লিনে দাফন
জার্মানিতে প্রয়াত কবি দাউদ হায়দারকে সে দেশেই দাফন করা হয়েছে। আজ শুক্রবার বার্লিনের নয়েকোলন এলাকার হারম্যানস্ট্রাসে সেন্ট মিশেল কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় তাঁকে শেষশ্রদ্ধা জানান ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
কবি দাউদ হায়দার গত ২৬ এপ্রিল বার্লিনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শেষবিদায়ের সময় কবির ভক্ত, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ভিড় জমান হারম্যানস্ট্রাসে। কবিকে শ্রদ্ধা জানাতে ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, হামবুর্গ, ফ্রান্সের প্যারিস থেকে আসেন কেউ কেউ। এ সময় সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
কবির ঘনিষ্ঠজনেরা প্রথম আলোকে জানান, কবি দাউদ হায়দারের ঘরে একটি কৌটায় সংরক্ষিত বাংলাদেশের মাটি তাঁর কবরে ছিটিয়ে দেওয়া হয়।
জার্মানির একাধিক সংবাদমাধ্যম কবি দাউদ হায়দারের মৃত্যু খবর প্রকাশ করেছে। কবির ভক্ত ও শুভানুধ্যায়ীরা স্থানীয় সময় শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় বার্লিনের কুর্ট-টুখলোস্কি লাইব্রেরিতে কবির স্মরণে স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাফন সম্পন্ন
- দাউদ হায়দার