
বিশ্বে বেড়েছে খাদ্যপণ্যের দাম
চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে। মূলত শস্য, মাংস এবং দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধি এক্ষেত্রে বেশি অবদান রেখেছে। তবে দাম কমেছে চিনি ও ভেজিটেবল অয়েলের।
এপ্রিল মাসে এফএও-এর গড় খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে ১২৮ দশমিক ৩ পয়েন্টে। যা মার্চের ১২৭ দশমিক ১ পয়েন্টের তুলনায় এক শতাংশ বেশি।
এপ্রিলের এই সূচক এক বছর আগের একই মাসের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেশি। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের সর্বোচ্চ থেকে ১৯ দশমিক ৯ শতাংশ কম।
গমের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হলো রাশিয়া থেকে রপ্তানি কমা। অন্যদিকে চালের দাম বেড়েছে চাহিদার কারণে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভুট্টার মজুত করছে। তাই এপ্রিলে খাদ্যশস্যের সূচক বেড়েছে।
মুদ্রার ওঠানামা বিশ্ববাজারে খাদ্যপণ্যের বাজারকে প্রভাবিত করেছে, একই সঙ্গে শুল্ক নীতির সমন্বয় বাজারের অনিশ্চয়তা বাড়িয়েছে বলেও জানিয়েছে এফএও।