
আওয়ামী লীগ ফেরত আসবে কি না, সিদ্ধান্ত নেবে জনগণ: স্নিগ্ধ
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আওয়ামী লীগ আবার ফিরে আসবে কি না—এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের নয়, বরং তা জনগণের।
আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়েজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা বলেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘আমরা অনেক জায়গায় শুনতে পাই, আওয়ামী লীগ ফেরত আসবে কি না, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, দেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি, এই সিদ্ধান্ত আওয়ামী লীগের নয়, রাজনৈতিক দলগুলোর নয়। এই সিদ্ধান্ত জনগণের। এই সিদ্ধান্ত যে শহীদ মা তাঁর সন্তানকে হারিয়েছেন, সেই মায়ের। এই সিদ্ধান্ত আহত ভাই-বোনদের।’
স্নিগ্ধ আরও বলেন, ‘আপনারা কি আওয়ামী লীগকে ফেরত চান? এই খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের দুই হাজারের মতো ভাই-বোনকে হত্যা করেছিল, তাদের কি ফেরত চান? এই বাংলার মানুষ ৫ আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা আর এই খুনিকে ফেরত চাই না।’