ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতিকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে আদালত

কালের কণ্ঠ ব্রাজিল প্রকাশিত: ০২ মে ২০২৫, ১৯:৪৭

ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি ফার্নান্দো কলর ডি মেলোকে গৃহবন্দী অবস্থায় সাজা ভোগের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস।     


গতকাল বৃহস্পতিবার (১ মে) এ রায় দেওয়া হয়। ফার্নান্দো দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।  


পার্কিনসন রোগে আক্রান্ত ৭৫ বছর বয়সী ফার্নান্দো্র গুরুতর শারীরিক অবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিনেটর থাকাকালীন একটি নির্মাণ কোম্পানি ও পেট্রোব্রাসের একটি সাবেক সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদনে সহায়তা করার বিনিময়ে ২০ মিলিয়ন রিয়েস (প্রায় ৩.৫ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। 


মোরেস বলেন, গৃহবন্দী অবস্থায় ফার্নান্দোকে ইলেকট্রনিক গোড়ালি ব্রেসলেট পরতে হবে ও পাসপোর্ট জমা দিতে হবে। এটি ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও