ইসরায়েলি কোম্পানির সঙ্গে বনিবনা হলো না, আদানির ১০ বিলিয়ন ডলারের চিপ প্রকল্প স্থগিত

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ মে ২০২৫, ১৭:২১

ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির গ্রুপ ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টরের সঙ্গে চিপ তৈরির প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। আলোচনা অনেকখানি এগিয়েও গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় ১০ বিলিয়ন ডলারের প্রকল্পটি স্থগিত হয়ে গেল।


সংশ্লিষ্ট দুজন ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আদানি গ্রুপ মনে করছে, এই মুহূর্তে এই প্রকল্পে কৌশলগত ও বাণিজ্যিক সুবিধা নেই। গত সেপ্টেম্বরে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র আদানি ও টাওয়ারকে প্রতি মাসে ৮০ হাজার ওয়াফার উৎপাদন এবং ৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কারখানা স্থাপনের অনুমোদন দেয়। এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতকে চিপ তৈরির কেন্দ্রে পরিণত করার উচ্চাকাঙ্ক্ষাকে সহায়তা করত।


আদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও