
পেহেলগামে হামলায় ‘লস্কর-আইএসআই চক্র’, ছক ‘পাকিস্তানে লস্কর সদরদপ্তরে’
ভারতের জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) প্রাথমিক প্রতিবেদনে পেহেলগামের বৈসরন উপত্যকায় ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার যোগসাজশের ইঙ্গিত আছে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
এনআইএর ওই সূত্রগুলো বলছে, পেহেলগামে ২৬ জনের প্রাণ কেড়ে নেওয়া সন্ত্রাসী হামলার ছক লস্কর-ই-তৈয়বাই করেছে, এটি আইএসআইয়ের ঊর্ধ্বতন চরদের নির্দেশনায় হয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। ছকটি পাকিস্তানে লস্করের সদরদপ্তরে চূড়ান্ত হয়েছে বলেও অনুমান করা হচ্ছে।
বেসামরিক পর্যটকদের ওপর হওয়া ওই নৃশংস হামলার কেন্দ্রে থাকা হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা ভাই উভয়েই পাকিস্তানি নাগরিক; তারা তাদের পাকিস্তানভিত্তিক ‘হ্যান্ডলারদের’ সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সময়, লজিস্টিকস ও হামলা কার্যকরের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নিতেন, আটক একাধিক চর জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সন্ত্রাসী হামলা
- আইএসআই