
বিশ্বরেকর্ড গড়ে জয়ের পর ১১৭ রানে অলআউট, ছিটকে গেল রাজস্থান
আগের ম্যাচে সবচেয়ে কম বল (১৫.৫ ওভার) খেলে ২০০–রানের বেশি লক্ষ্য তাড়া করে বিশ্বরেকর্ড গড়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলটাই কিনা পরের ম্যাচে স্রেফ ১১৭ রানে অলআউট হয়ে গেল। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরে চলমান আইপিএল থেকেও ছিটকে গেল প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান। চেন্নাই সুপার কিংসের পর তারা দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। দুর্দান্ত ওপেনিং জুটিতে তাদের শুরুটাও ভালো হয়েছিল। রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে সাবেক অধিনায়ক রোহিত শর্মা ওপেনিং জুটি গড়েন ১১৬ রানের। দুজনের ব্যক্তিগত ফিফটি করেছেন। এরপর সমান ২০৮ স্ট্রাইকরেটে ৪৮ রানের ইনিংস খেলেছেন পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। যাতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রান তোলে মুম্বাই।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ