নায়ক রুবেলের মৃত্যুর গুজব, সোহেল রানার হুমকি

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:২৩

বেশ কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ চিত্রনায়ক রুবেলকে নিয়ে মৃত্যুর গুজব ওঠে। কে বা কারা গুজব ছড়ায় ফেসবুকে। এ নিয়ে একাধিকবার রুবেল ক্ষোভ প্রকাশ করেছেন। এবার রুবেলের বড় ভাই চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ক্ষোভ ঝাড়লেন গুজবকারীকে নিয়ে। এ–ও জানালেন, ‘মৃত্যু নিয়ে মিথ্যা কথা ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ছাড়ানো হয়। বিষয়টি নজরে আসার পর এক ফেসবুক পোস্টে অভিনয়শিল্পী বড় ভাই সোহেল রানা লিখেছেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’


দুই ভাইয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সোহেল রানা লিখেছেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা প্রচার আবার কেউ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও