
কিশোর গ্যাং: সন্তানরা পথহারা কিন্তু আমরা নির্বিকার
আমাদের সন্তানরা হারিয়ে যাচ্ছে মায়ের কোল থেকে, বাবার সান্নিধ্য থেকে, পরিবার ও সমাজ থেকে। শিক্ষা, আনন্দ, খেলাধুলা ও ভালোবাসা থেকেও। এদের অনেকের চোখেই কোনো স্বপ্ন নেই। সুস্থ চিন্তা ও সুস্থভাবে বেঁচে থাকার কথা এরা ভাবেও না। নিজের প্রতি, পরিবার, সমাজ, দেশ কারও প্রতিই কোনো টান বা দায়িত্ব নেই।
হারিয়ে কোথায় যাচ্ছে এরা? গল্পে যেমন পড়েছি হ্যামিলনের বাঁশিওয়ালার পেছনে শহরের সব শিশু-কিশোর দলবেঁধে ছুটে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের সন্তানরা অপরাধ জগতের দিকে ছুটে যাচ্ছে। অপরাধ জগতের এই ছেলেধরারা যেমন আমাদের সন্তান, তেমনি এরা ছিনিয়ে নিচ্ছে আমার-আপনার সন্তানকে। আমরা এখন এতটাই দুর্বল হয়ে পড়েছি যে, সবকিছু বুঝতে পারলেও কিছু করতে পারছি না। পারছি না সন্তানকে গর্তে পড়ে যাওয়া থেকে আটকাতে।
- ট্যাগ:
- মতামত
- কিশোর গ্যাং