You have reached your daily news limit

Please log in to continue


হার্ট অ্যাটাকের আগে যেসব সংকেত দেয় শরীর

আধুনিক যুগের জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে হার্ট অ্যাটাক একটি সাধারণ অথচ প্রাণঘাতী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় না—শরীর আগে থেকেই কিছু সতর্কসংকেত দেয়। সেই সংকেতগুলোকে চিনে নেওয়াই পারে একজন মানুষের জীবন বাঁচাতে।

হার্ট অ্যাটাকের আগে শরীরে কী সব লক্ষণ দেখা দেয়, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—

বুকে ব্যথা বা চাপ : হার্ট অ্যাটাকের সবচেয়ে প্রচলিত ও গুরুত্বপূর্ণ লক্ষণ বুকে ব্যথা বা চাপ অনুভব করা। বুকে ভারী টান, চাপ বা জ্বালাভাব অনুভূত হলে তা কয়েক মিনিট স্থায়ী হতে পারে অথবা থেমে থেমে আসতে পারে। এই উপসর্গ উপেক্ষা করা বিপজ্জনক।

শ্বাসকষ্ট : সাধারণ কাজকর্ম বা বিশ্রামের সময়ও যদি শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে তা হৃৎপিণ্ডের অকার্যকারিতার ইঙ্গিত হতে পারে। কখনো কখনো বুক ধড়ফড় করতেও পারে।

উচ্চ রক্তচাপ : ‘নীরব ঘাতক’ হিসেবে পরিচিত উচ্চ রক্তচাপ দীর্ঘদিন অবহেলিত থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন