পণ্যের দামে ট্রাম্প-শুল্ক দেখানোর সিদ্ধান্ত থেকে সরে এলো অ্যামাজন, কারণ কী

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:০৮

ট্রাম্প-শুল্কের প্রভাবে একটি পণ্যের দাম কতটা বেড়েছে তা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। তবে হোয়াইট হাউসের ধমক কি এর কারণ?


আজ বুধবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়ে বলেছে, অ্যামাজন পরিকল্পনা করেছিল ট্রাম্প-শুল্কের কারণে একটি পণ্যের দাম কতটা বেড়েছে তা গ্রাহকদের জানাবে। কিন্তু, হোয়াইট হাউস তীব্র ভাষায় এর নিন্দা জানিয়েছে। শেষমেশ প্রতিষ্ঠানটি সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।


প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন পরিকল্পনাটি চূড়ান্ত করার আগেই ট্রাম্প প্রশাসন থেকে প্রতিক্রিয়া আসে।


অ্যামাজনের মুখপাত্র টিম ডয়লে এক বার্তায় বলেছেন, আমদানি করা পণ্যের ওপর যে শুল্ক বসানো হয়েছে তা তাদের তালিকায় তুলে দেওয়ার কথা ভেবেছিল অ্যামাজন। কিন্তু, তা অনুমোদন পায়নি। তাই তা দেওয়া হচ্ছে না।


গতকাল পাঞ্চবউল নিউজ ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, আমদানি শুল্কের কারণে একটি পণ্যের মোট খরচ কতটা বেড়েছে তা তালিকায় প্রকাশ করার সিদ্ধান্ত নেয় অ্যামাজন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও