
শত বছরের পুরনো রহস্যের সমাধান দিল এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে শতাব্দী প্রাচীন এক ধাঁধার সমাধান করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তাদের দাবি, শক্তিশালী ও দীর্ঘমেয়াদি ব্যাটারির বিকাশের সময়কাল এগিয়ে দিতে পারে এটি।
দীর্ঘদিনের এ সমস্যাটি হচ্ছে, ব্যাটারি তৈরিতে ন্যানোক্রিস্টালের সঠিক পারমাণবিক কাঠামো বা গঠন নির্ধারণ করা। ন্যানোক্রিস্টাল মূলত ইলেকট্রনিক্স থেকে প্রত্নতত্ত্ব পর্যন্ত সবকিছুর অগ্রগতির জন্য “অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষুদ্র ও বিশৃঙ্খল উপাদান” বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে।
ব্যাটারি তৈরির জন্য আগের বিভিন্ন পদ্ধতিতে বড় ও বিশুদ্ধ স্ফটিকের মধ্য দিয়ে এক্স-রে রশ্মির বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। তবে এ নতুন পদ্ধতিটি বিভিন্ন ন্যানোক্রিস্টালে কাজ করে না, যা পাউডার আকারে আসে ও এক্স-রে রশ্মিকে অস্পষ্টভাবে ছড়িয়ে দেয়।
একটি কাস্টম-বিল্ট এআই অ্যালগরিদম ব্যবহার করে উপাদানটির পারমাণবিক কাঠামো অনুমানের জন্য ন্যানোক্রিস্টালের মাধ্যমে তৈরি ধরনটি পর্যবেক্ষণ করেছে নিউ ইয়র্কের ‘কলম্বিয়া ইঞ্জিনিয়ারিং’য়ের একটি দল।
কলম্বিয়া ইঞ্জিনিয়ারিংয়ের ‘ম্যাটিরিয়াল সায়েন্স ও অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স’ বিভাগের অধ্যাপক সাইমন বিলিঞ্জ বলেছেন, “কয়েক হাজার পরিচিত কিন্তু সম্পর্ক নেই এমন কাঠামোর এক ডেটাবেইজ থেকে যা যা সম্ভব সবকিছু শিখে এই সমস্যার সমাধান করেছে এআই।
“চ্যাটজিপিটি যেভাবে ভাষার ধরন শেখে, তেমনি এআই মডেলও এদের ডেটা অনুসারে পারমাণবিক বিন্যাসের ধরন শেখে।”