
ইনভার্টার নাকি নন-ইনভার্টার কোন এসি কিনবেন?
আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এসি, বিশেষ করে গ্রীষ্মকালে। অনেকে নতুন এসি কিনতে চাচ্ছেন। তবে জানেন কি, কোন এসি আপনার ঘরের জন্য উপযুক্ত। কোন এসি আপনার মাসের বিদ্যুৎ খরচ অনেক বেশি বাড়িয়ে দেবে না।
এসি কেনার সময় ইনভার্টার নাকি নন-ইনভার্টার কোন এসি কেনা ভালো হবে, কোনটায় কী পার্থক্য চলুন জেনে নেওয়া যাক-
কম্প্রেসারের পার্থক্য
ইনভার্টার এসিতে ব্যবহৃত কম্প্রেসারের গতি ঘরের তাপমাত্রা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। এটি ধীরে ধীরে ঘর ঠান্ডা করে। কমপ্রেসর পুরোপুরি বন্ধ হয় না। ঘর ঠান্ডা হয়ে গেলে মোটর চলার গতি কমে যায়। নন-ইনভার্টার এসির ক্ষেত্রে কম্প্রেসার একটি নির্দিষ্ট গতিতে চলে এবং সম্পূর্ণ বন্ধ বা সম্পূর্ণ চালু হয়। ফলে এটি ঘনঘন অন-অফ হয় এবং বেশি বিদ্যুৎ খরচ করে।
বিদ্যুৎ খরচ
ইনভার্টার এসি এগিয়ে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে। ইনভার্টার প্রযুক্তির এসি বিদ্যুৎ খরচে অনেকটাই সাশ্রয়ী। কারণ এটি প্রয়োজন অনুসারে শক্তি খরচ করে। ঘরে কতজন মানুষ আছেন কিংবা বাইরের আবহাওয়া কেমন, সেই অনুযায়ী ইনভার্টার এসি নিজেকে মানিয়ে তবেই চলে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এয়ার কন্ডিশনার