
১৭ বছর পর বাংলাদেশকে নিয়েই ফায়সালাবাদে আবার আন্তর্জাতিক ম্যাচ
আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আইসিসি ভবিষ্যৎ সফরসূচিতে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ছিল বাংলাদেশের এই সফরে। ওয়ানডে সিরিজ বাদ দিয়ে বাড়ানো হয়েছে টি-টোয়েন্টির সংখ্যা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বাংলাদেশের এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পিসিবি। লাহোর ও ফয়সালাবাদে হবে সিরিজের ম্যাচগুল।
ভবিষ্যৎ সফরসূচিতে পরিবর্তন আনার ব্যাখ্যায় পিসিবি জানিয়েছে, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বিসিবির সঙ্গে সমঝোতার ভিত্তিতে সামনের সফরে শুধু বিশ ওভারের ক্রিকেট খেলার সিদ্ধান্ত হয়েছে।
দুই সপ্তাহের সফরে আগামী ২১ মে পাকিস্তান যাবে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে হবে প্রথম দুই ম্যাচ। ২০০৮ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করবে ফয়সালাবাদ।
ওই মাঠের সবশেষ ম্যাচটিতেও খেলেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা।