ক্রিকেট দুনিয়ায় একেক সময় একেকটা নাম নিয়ে তোলপাড় হয়। আপাতত ক্রিকেট দুনিয়ার সেই তোলপাড় ১৪ বছরের এক কিশোরকে নিয়ে। নাম তাঁর বৈভব সূর্যবংশী।
ভারতের এই কিশোর ক্রিকেটার প্রথমে তোলপাড় তোলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে বিক্রি হয়ে। এরপর তাঁকে ঘিরে আলোচনার ঝড় ওঠে আইপিএলের অভিষেকেই ছক্কা মারায়। গতকাল রাত থেকে সূর্যবংশী আলোচনায় আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে।