You have reached your daily news limit

Please log in to continue


এক চার্জে ৫০০ কিলোমিটার চলবে এই গাড়ি

জনপ্রিয় গাড়ি সংস্থা মারুতি সুজুকি নিয়ে এলো নতুন গাড়ি। প্রথম সর্ব-ইলেকট্রিক এসইউভি ই ভিটারা আনতে যাচ্ছে বাজারে। মারুতি সুজুকির এই ইভি কোম্পানির হার্টটেক্ট ই-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এতে অনেক আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর শক্তিশালী ব্যাটারি প্যাক ও দীর্ঘ রেঞ্জ আরও বেশি আনন্দদায়ক করবে ভ্রমণ।

এই বৈদ্যুতিক এসইউভিতে রয়েছে বিভিন্ন ধরনের এলইডি ডেটাইম রানিং লাইট, যা এর লুককে স্টাইলিশ করে তোলে। এর সামনে একটি ফাঁকা ক্লোজড গ্রিল রয়েছে, যার উপরে মারুতির বড় লোগো রয়েছে। এই গাড়িটি ১০টি ভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাবে, যা গ্রাহকদের তাদের পছন্দ অনুযায়ী রং বেছে নেওয়ার বিকল্প দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন