
‘১৫ মিনিটের ফাইনাল’ জিতে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
চরম নাটকীয় ও ঘটনাবহুল ফাইনাল জিতে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে স্থগিত ফাইনালের বাকি ১৫ মিনিটের খেলায় কোনো গোল না হলে টাইব্রেকার কিংস ৫-৩ গোলে হারায় আবাহনীকে।
২২ এপ্রিল ফাইনালটি শেষ হতে পারেনি আলোকস্বল্পতার কারণে। তখন ম্যাচ বাকি ছিল অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট। এক সপ্তাহ পর সেই ১৫ মিনিটের ম্যাচে আবাহনী গোল করতে পারেনি ১০ জনের কিংসের বিপক্ষে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক শ্রাবণ একটি শট ফিরিয়ে দিয়ে কিংসকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।
জোনাথন ফার্নান্দেজ টাইব্রেকারের প্রথম শটে গোল করে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। রাফায়েল আগস্ত আবাহনীর প্রথম শট নিয়ে লক্ষ্যভেদ করেন (১-১)। কিংসের দ্বিতীয় শট নেন মোরসালিন। ঠান্ডা মাথায় মিতুলের বাম দিকে জালে জড়ান তিনি। ২-১ এ এগিয়ে যায় বসুন্ধরা কিংস।
আবাহনীর দ্বিতীয় শট নেন এমেকা। আটকে দেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পিছিয়ে পড়ে আবাহনী। ২-১ গোলে এগিয়ে থাকা কিংসের তৃতীয় শট নেন তপু বর্মন। গোল করে লিড বাড়িয়ে দেন ৩-১ ব্যবধানে।
- ট্যাগ:
- খেলা
- ফেডারেশন কাপ ফুটবল
- বসুন্ধরা কিংস