পুরোনো সাদা-কালো ছবি রঙিন করে দেবে চ্যাটজিপিটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১৩:২২

এআই-এর নতুন একটি টুল জিবলি নিয়ে মানুষের মাতামাতি চোখে পরার মতো ছিল সোশ্যাল মিডিয়ায়। এআইয়ের বিশেষ এই টুলটি একটি বিশেষ অ্যানিমেশন টুল। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে অ্যানিমি ছবি তৈরি করে দিয়েছে জিবলি।


তবে জিবলি ছাড়াও চ্যাটজিপিটির আরও অনেক টুল রয়েছে। বাবা-মা কিংবা পরিবারের অনেক আগের পুরোনো সাদাকালো ছবিগুলো এখন রঙিন করে দেবে চ্যাটজিপিটি।


পুরোনো ছবি রঙিন করবেন কীভাবে দেখে নিন-


প্রথমেই ছোট্ট একটি নির্দেশ দিতে হবে যে, এই সাদা-কালো ছবিটিকে ন্যাচারালি কালারাইজড ভার্সনে পরিণত করতে হবে। সেটি যেন একেবারে আসল রঙিন ছবির মতো দেখতে হয়। ব্যবহারকারী চাইলে যে কোনো নির্দিষ্ট তথ্যও চ্যাটজিপিটি অথবা এআই টুলকে দিতে পারেন। যেমন-


১. এটা আমার মা-বাবার বিয়ের ছবি। যা তোলা হয়েছিল ১৯৭০ সালে। দয়া করে রঙগুলোকে ন্যাচারাল রাখা হোক।
২. স্কিন টোন, চোখের রং এবং ন্যাচারাল টেক্সচারকে একদম নিখুঁত ভাবে রেন্ডার করতে হবে।
৩. রিয়েলিস্টিক লাইটিং ব্যবহার করতে হবে। আর সেই যুগে বিয়ের অনুষ্ঠানের মতো সঠিক রং ব্যবহার করতে হবে।
৪. সাদা-কালো ছবি থেকে আসল বিবরণ, টেক্সচার এবং কনট্রাস্ট রেখে দিতে হবে।
৫. ওভার স্যাচুরেশন, স্টাইলাইজড ফিল্টার অথবা দৃশ্যমান এআই আর্টিফ্যাক্ট রাখা চলবে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও