You have reached your daily news limit

Please log in to continue


সাত বছরেও শেষ হয়নি গারো মা-মেয়ে হত্যা মামলার বিচার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষ হয়নি সাত বছরেও।

চার আসামির মধ্যে একজন নিজেকে ‘অপ্রাপ্তবয়স্ক’ দাবি করায় মামলাটি অন্য আদালতে পাঠানো হয়েছে বয়স নির্ধারণের জন্য । ফলে নাগাদ বিচার কাজ শেষ হবে, তা বলতে পারছে না কেউ।

ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাইফুর রহমানের আদালতে মঙ্গলবার এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গুলশান থানার তৎকালীন এসআই সালাউদ্দিন মিয়ার সাক্ষ্য গ্রহণের দিন ছিল। কিন্তু মামলার নথি এ আদালতে না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন বলেন, “এটা একটা আলোচিত মামলা। চার্জগঠন করে মামলার বিচার চলছে। আমরা কয়েকজনের সাক্ষ্যও নিয়েছি। এ পর্যায়ে এসে এক আসামি দাবি করছে, ঘটনার সময় নাকি তার বয়স ১৮ বছরের কম ছিল।

“আদালত এ বিষয়ে নিশ্চিত হতে মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়েছেন। সে তখন শিশু ছিল কি না তা নির্ধারণ করবে শিশু আদালত। এর নিষ্পত্তি হলে মামলার বিচার আবার শুরু হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন