
পাঁচ লাখ শিশু সময়মতো পাচ্ছে না টিকার সব ডোজ
দেশের প্রায় পাঁচ লাখ শিশু সময়মতো টিকার সব ডোজ পাচ্ছে না। তাদের মধ্যে ৭০ হাজার শিশু কোনো টিকাই পায় না। টিকা না পাওয়ার হার শহরাঞ্চলে বেশি।
টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এসব তথ্য উঠে এসেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন অ্যালায়েন্সের (গ্যাভি) যৌথ বিবৃতিতে। বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫-এর শুরুতে গতকাল সোমবার সংস্থা তিনটি এই বিবৃতি দিয়েছে।
বিবৃতির তথ্য অনুযায়ী, দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও চার লাখের মতো শিশু ঠিকমতো সব টিকা পায়নি। কোনো টিকা পায় না ৭০ হাজার শিশু। শহরাঞ্চলগুলোয় টিকা না পাওয়ার হার বেশি। ৭৯ শতাংশ শিশু পুরোপুরি টিকা পেয়েছে। এক ডোজও টিকা পায়নি ২ দশমিক ৪ শতাংশ। ৯ দশমিক ৮ শতাংশ শিশু টিকার সব ডোজ সময়মতো পায়নি। অবশ্য গ্রামাঞ্চলে ৮৫ শতাংশ শিশুই টিকার সব ডোজ পেয়েছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- টিকাদান কর্মসূচি