
রাজস্ব বাড়াতে টিকিট বিক্রয়ে চোখ বাফুফের
হামজা চৌধুরীর আগমনের পর থেকে দেশের ফুটবল নিয়ে বিরাজ করছে আলাদা উন্মাদনা। তা কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ সেখানে আয়ের বড় উৎস টিকিট বিক্রির অর্থ।
এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে এ বছর ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে আতিথ্য দেবে সিঙ্গাপুরকে। অক্টোবরে হংকং ও নভেম্বরে আসার কথা রয়েছে ভারতের। তিনটি ম্যাচকে ঘিরে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে।
বাফুফে ভবনে গতকাল বাফুফে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি ফাহাদ করিম চৌধুরী বলেন, ‘যেহেতু আমি মার্কেটিং কমিটিকে প্রতিনিধিত্ব করি, আমরা চাইব সর্বোচ্চ রাজস্ব আনার জন্য। আমাদের ফুটবল ফেডারেশনের রাজস্বের উৎস খুব একটা বেশি নেই। যেহেতু আমরা এবার তিনটি ম্যাচ হোম ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছি, এটাকে মাথায় রেখে কীভাবে রাজস্ব বৃদ্ধি করতে পারি এবং এ বছরের রাজস্ব আয়ে শক্ত অবদান রাখার জন্য বাফুফের সকলেই কাজ করব।’