
জলবায়ু পরিবর্তনে ব্যাংক খাত চ্যালেঞ্জের মুখে
আগামী বছরগুলোতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে মন্দা দেখা দিলে মোট দেশজ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর প্রভাবে বাংলাদেশের আর্থিক ব্যবস্থা উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে ব্যাংক খাতের বড় অঙ্কের ঋণগুলো।
পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি খাতও ক্ষতিগ্রস্ত হবে। এতে কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে ব্যাংক খাতে ঋণ শৃঙ্খলায় আঘাত আসতে পারে। এ কারণে জলবায়ুর প্রভাব সম্পর্কে এখনই ব্যাংক ও ঋণ গ্রহীতাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত ‘জলবায়ুর চাপ পরীক্ষা, বাংলাদেশের ব্যাংক খাতের জন্য একটি গবেষণা’ প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এই প্রথম কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করল।
এদিকে আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রতিবেদনেও বাংলাদেশের আর্থিক খাতের ঝুঁকির মধ্যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি উলেখযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে। আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের অন্যতম একটি শর্ত হচ্ছে জলবায়ুর পরিবর্তনজনিত পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।