You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল। সকাল ৯টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি হওয়ার কথা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল  সোমবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে।

এদিকে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করবেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান। দুপুর ২টা থেকে কয়েকটি ইউনিয়নে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করবেন, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন