
মাচিস যেন তারাশঙ্করের সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১২:১৯
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘দুই পুরুষ’ নাটকে সুশোভন বলেছিলেন, ‘পতন তো চিরকাল অধঃলোকেই হয় গুরু...কে আর কবে ঊর্ধ্বলোকে পড়েছে বলো!’
ডারউইন মাচিস যেন ‘দুই পুরুষ’–এর সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে। যে দলেই খেলতে যান, নিচের লিগে অবনমিত হয়ে যায় সেই দল। টানা চার মৌসুম ধরে এ রকম হচ্ছে। কে জানে, এত দিনে ভেনেজুয়েলার এই উইঙ্গার নিজেকে অপয়া ভাবতে শুরু করেছেন কি না!
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- লা লিগা